
নিজস্ব প্রতিবেদক : ফাঁকা ঢাকায় বাসাবাড়ি, মার্কেট ও রাস্তাঘাটে যেন চুরি, ডাকাতি, ছিনতাই না হয় সেজন্য দিনে ও রাতে রাজধানীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এই সময় বাসাবাড়ি ফাঁকা হয়ে যায়। বাড়ে চুরির পরিমাণ। ফাঁকা রাস্তায় ছিনতাইকারীরাও তৎপর হয়ে ওঠে। এ কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসাবাড়ি, শপিং মল ও জুয়েলারি দোকানগুলোত নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে থানা পুলিশ সমন্বয় করে কাজ করছে। তবে রাতে একটু বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোকজন ফিরে না আসা পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
পুলিশের সঙ্গে আলাপে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে পুলিশ-র্যাবের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা ইউনিট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, স্ট্রাইকিং ফোর্স, পুলিশের বিশেষ টিম সোয়াত, মোটরসাইকেলে টহল, ফুট প্যাট্রোল, তল্লাশি চৌকি বসানো হয়েছে। মার্কেটে চুরি, ছিনতাইকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন এ জন্য সাদা পোশাকের সদস্যরা নগরীর বিভিন্ন মার্কেট, আবাসিক এলাকা ও কূটনৈতিক পাড়াসহ বিভিন্ন জায়গায় টহলে রয়েছে। এদের সঙ্গে আবার আনসারের চৌকস দলযুক্ত হয়েছে। তারা সমন্বয় করে রাতের বেলা টহল বেশি দিচ্ছে। এ জন্য প্রতিটি থানায় ৩টি ইউনিট রাতে এলাকার অলিগলি থেকে প্রধান সড়গগুলোতে নিরাপত্তা দিচ্ছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন প্রবেশ দ্বারে নিরাপত্তা চৌকি বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।
রোববার সকালে সরেজমিন দেখা গেছে, যাত্রাবাড়ী, শ্যামপুর, ওয়ারী, সায়েদাবাদ, মতিঝিল, শাপলা চত্বর ব্যাংকপাড়া, গুলিস্তান মালিবাগ, মগবাজার, রামাপুরাসহ বিভিন্নস্থানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। মালিবাগে রমনা থানার এসআই মতিয়ার রহমান বলছিলেন, ‘ভাই দিনের বেলা যেমন-তেমন। রাতের ডিউটি বেশি করতে হচ্ছে। কারণ বাসা-বাড়ি ফাঁকা।’
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো, মাসুদুর রহমান বলেন, ‘চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বাসা ছাড়ার আগে জানালা-দরজা ভালোভাবে বন্ধ করে একাধিক তালা লাগানো, দরজা-জানালা ভাঙা থাকলে তা আগেই মেরামত করা, গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ রাখা এবং প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ খবর রাখার অনুরোধ জানানো হয়েছে জনসাধারণকে। বাসাবাড়ির নিজস্ব নিরাপত্তা প্রহরীরের সঙ্গে পুলিশ কাজ করছে। একই সঙ্গে রাতের প্রতিটি সময় পুলিশের কন্ট্রোলরুমকে জানতে নির্দেশ দেওয়া হয়েছে। আর অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষ ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।’