গোপালগঞ্জ প্রতিনিধি : রাত পোহালেই শুরু হবে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সমাগ্রী।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপার, অমচোনীয় কালিসহ নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।
গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান, নির্বাচনের যাবতীয় সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ সদস্য পদে ৩৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫টি কেন্দ্রে ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


