রাত ২টা ৫০ মিনিট, গভীর ঘুমে কড়াইল বস্তির সব মানুষ

নিউজ ডেস্ক : রাত ২টা ৫০ মিনিট, গভীর ঘুমে কড়াইল বস্তির সব মানুষ। গোটা বস্তিতে ওই সময় ছিল পিন পতন নিরবতা। কিন্তু মুহূর্তে বদলে যায় চিত্র।

‘আগুন আগুন’ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুরু হয় বস্তিজুড়ে। মানুষ থেকে বের হয়ে আসেন খোলা জায়গায়। এতে কোনভাবে জীবন বাঁচাতে পেরেছেন বস্তিবাসী। কিন্তু আগুন তাদের পরণের কাপড় ছাড়া সব কেড়ে নিয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুন লাগে রাজধানীর কড়াইল বস্তিতে। আগুনে বস্তির বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্তদেরকে রাতযাপন করতে হবে খোলা আকাশের নিচে। ছাই সরিয়ে নতুন ঘর বানাতে হবে।

পুড়ে যাওয়া ঘরের ছাইয়ের স্তুপ নেড়ে আহাজারি করছিলেন পোশাক শ্রমিক জামাল হোসেন। তিনি বলেন, ‘বউয়ের কিছু গয়না ঘরের ভেতর আছিল। দেখি, খুঁইজ্জা পাই কি না?’

তিনি জানান, বস্তিতে যখন আগুন লাগে তখন তারা ঘুমে ছিলেন। মানুষের চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে দেখেন আগুন তাদের ঘরের কাছাকাছি চলে এসেছে। পরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান।

আহাজারি করতে করতে জামাল বলছিলেন, ‘অনেক কষ্ট করে সংসারটা সাজাইছিলাম। আগুনে সব শেষ কইরা দিল। এখন কেমনে মাথা জাগাইয়া উঠমু।

২০১০ সালে ঢাকা এসে কড়াইল বস্তিতে উঠেছিলেন দর্জি রুহুল আমিন। এ বস্তিতে তার একটি টেইলার্স ছিল। আগুনে দুটোই পুড়ে গেছে, সেলাই মেশিন, কাপড় সবই গেছে।

‘রাত পৌনে ৩টার দিকে আগুন আগুন চিৎকার শুনে ঘুম থেকে উঠি। দোকানের কাছে গিয়ে দেখি সেখানে আগুন লাগছে। ক্যাশে ২৫ হাজার টাকার মতো রাখা ছিল। সেই টাকা বের করতে সেখানে ঢুকেছিলাম। কিন্তু বের করতে পারি নি। আগুন দোকানের ভেতরে চলে আসায় জীবন বাঁচাতে সেখান থেকে বের হয়ে আসি।’ বলছিলেন রুহুল আমিন।

তিনি বলেন, ‘রুটি-রুজির এই একটাই জায়গা আছিল। এখন সেটা শেষ হয়ে গেল।’

বস্তির পুরনো বাসিন্দা লুৎফুন নাহার। প্রায় ১০ বছর ধরে এখানে আছেন। স্বামীহারা এই নারী ১২ ও ৯ বছরের দুই মেয়েকে নিয়ে থাকেন এখানে। আগুনে ঘর পুড়ে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। তিনি বলেন, ‘কোন রকম জান নিয়া বাইর হইয়া আইছি। কোন কিছু আনতে পারি নাই। জমানো কিছু টাকা আছিল সব পুইড়া ছাই হইয়া গেল। এখন মেয়ে দু্ইডারে নিয়া যামু কই?’

রমিজ উদ্দীন নামের একজন বলেন, ‘আগুন যদি সন্ধ্যার দিকেও লাগত তাহলে এতো ক্ষতি হতো না। গভীর রাতে আগুন লাগায় কেউ কিছু বের করে আনতে পারেনি।’

হকার আবুল হোসেন বলেন, ‘ব্যবসার মালামাল ঘরের ভেতরে ছিল। সব পুড়ে গেছে। এখন নতুন করে সব কিনতে অনেক টাকা লাগব। এতো টাকা পামু কই।’

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, ‘বস্তির কিছু ঘর ভেঙে দিয়ে আগুনের বিস্তার রোধ করা হয়েছে। তা না হলে আগুন আরো বাড়তে পারত।’

ফায়ার ফাইটার ফারুক হোসেন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। চারদিক থেকে আমরা আগুন নেভানো কাজ শুরু করি । ফলে আগুন বেশিদূর ছড়িয়ে যেতে পারেনি। অনেকটা ডিফেন্সিভ উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়েছে। তা না হলে গোটা বস্তি পুড়ে যেতে পারত।

নতুনরা আসবে: কড়াইল বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তিতে আগুন লাগলে মানুষ সর্বসান্ত হয়ে যায়। এদের মধ্যে অনেকে বস্তিতে রয়ে যায়, অনেকে অন্য কোথাও চলে যায়। পুড়ে যাওয়া বস্তির যে জায়গা খালি হয় সেখানে আসে নতুন মানুষ।

রিকশাচালক মিজান মিয়া বলেন, ‘ঘর পুড়ে গেলে থাকব কই। এজন্যে লোকজন কিছু দিনের জন্য অন্য জায়গায় চইল্যা যায়। কেউ কেউ ফেরত আসে, আর কেউ আসে না। যারা আসে না তাদের জায়গায় নতুন কেউ আসে।’

ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে মেয়রের আশ্বাস: বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে আসেন। আগুনে বস্তিবাসীদের বড় ধরণের ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে বস্তিবাসীদের যথাসম্ভব সহায়তা দেয়া হবে।’

বুধবার দিবাগত রাত আড়াইটায় কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বছর ৪ ডিসেম্বর এ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিপুল সংখ্যক মানুষ। এর আগে ওই বছর ১৪ মার্চ আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়। অন্তত দুই জন আহত হয় সেদিন।

২০১৬ সালের শুরুতে লাগা ওই আগুনের এক বছরের মধ্যে একবার ও এক বছর দুই দিন পর দ্বিতীয়বারের মতো এ অগ্নিকাণ্ড ঘটল।

জানা গেছে, কড়াইল বস্তির ওই জমির মূল মালিক বিটিসিএল। দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে এখন এই বস্তিতে কয়েক লাখ লোক বাস করেন। বস্তিতে পোশাক শ্রমিক, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ বাসা ভাড়া নিয়ে বাস করে।

২০১২ সালে আদালতের এক আদেশের পর কড়াইলের জমি উদ্ধারের কাজ শুরু করে বিটিসিএল। কিন্তু সে সময় বস্তিবাসীদের আন্দোলনের কারণে জমি দখলমুক্ত করতে ব্যর্থ হয় বিটিসিএল।