বিনোদন ডেস্ক : এ সময়ের আলোচিত ও সমালোচিত বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত একটি সিনেমায় এবার অভিনয় করতে যাচ্ছেন এই ‘পার্চড’ কন্যা। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
শুরুর দিকে সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল বিপাশা বসুর। কিন্তু হঠাৎ করেই মত পাল্টেছেন প্রযোজক প্রিয়াঙ্কা। কারণ রাধিকা আপ্তেই এই চরিত্রের জন্য যোগ্য বলে মনে করছেন তিনি। তাই বিপাশার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন রাধিকা।
ব্যবসায়ী কল্পনা সরোজের জীবন কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি। তবে সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি।
সংসার জীবনে পা দেয়ার পর নতুন কোনো কাজ করেননি বিপাসা বসু। তাই প্রিয়াঙ্কার প্রযোজনায় ব্রেক পেতে চেয়েছিলেন এই অভিনেত্রী। তবে এখনো আশাবাদী বিপাশা।