কঙ্গোর কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি চার্টার্ড বিমান। সোমবার (১৭ নভেম্বর) সকালে কঙ্গোর মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধিদলকে বহনকারী বিমানটি রানওয়েতে নামার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায় বিমানের পেছনের অংশে।
সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পেছনের অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে কালো ঘন ধোঁয়া, আর জীবন বাঁচাতে দৌড়তে থাকেন আতঙ্কিত যাত্রীরা।
দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেই মন্ত্রীসহ ১৯ জন যাত্রীকে নিরাপদে বের করে আনেন ক্রু ও উদ্ধারকর্মীরা। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে যাত্রীদের প্রায় সকল ব্যক্তিগত জিনিসপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে বলে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো এই কথা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকা পিছলে যাওয়া, যান্ত্রিক ত্রুটি, রানওয়ের অবস্থা কিংবা আবহাওয়ার প্রভাব এর যেকোনো একটি কারণ হতে পারে। ইতোমধ্যেই ‘জিওটেকওয়ার’ নামের এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি ভাইরাল হয়েছে এবং বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটিজেন।


