রানওয়ের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় ময়লা-আর্বজনা ফেলার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডাম্পিং স্টেশন নির্মাণ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান প্রকৌশলীসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার একটি জাতীয় দৈনিকে ‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করেন আইনজীবী রানা কাওসার।