রানি এখন মিসেস চ্যাটার্জি

২১ মার্চ (রোববার) রানি মুখার্জির জন্মদিন। ৪৩-এ পা দিলেন তিনি। জন্মদিনের দিনই অনুরাগীদের জন্য ঘোষণা করা হল বড় একটি খবর। তার নতুন সিনেমার নাম ঘোষণা করলেন তিনি। তার নতুন সিনেমার নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে।’ সিনেমাটি পরিচালনা করবেন অসিমা ছিব্বর।

 

২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়।

সিনেমাটি প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, ‘জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না। এই সিনেমার স্ক্রিপ্ট পড়েই উতলা হয়ে উঠেছিলাম। অপেক্ষায় ছিলাম কবে শুটিং শুরু করব। সেই সময় এসে গিয়েছে। আমি তো দারুণ এক্সাইটেড!’

জানা গেছে, মুম্বাই এবং নরওয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির।

প্রসঙ্গত, সংসার ভাঙার গুঞ্জনে গত বছরের শুরুর দিকে বেশ আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। শোনা গিয়েছিল আদিত্য চোপড়ার সঙ্গে তুমুল ঝামেলা চলছিল তার। তবে বিষয়টি গুঞ্জন হিসেবেই উল্লেখ করে উড়িয়ে দিয়েছিলেন রানি।