রানীনগরে ভাসমান ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ নওগাঁয় পুকুর থেকে ভাসমান এক ড্রাম থেকে অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার রানীনগর উপজেলার মেরিয়া গ্রামের এক পুকুর থেকে প্লাস্টিকের ভাসমান একটি ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, সকালে প্লাস্টিকের ভাসমান ড্রামে মানুষের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্যান্ট-শার্ট পরিহিত ওই যুবকের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমরে রশি বাধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।