রানু মন্ডলের জিবনী নিয়ে সিনেমা হৃষিকেশের

রানাঘাটের রানুমন্ডল লতা মঙ্গেশকারের গান গেয়ে ভাইরাল হন। এর পর বলিউডের বিখ্যাত শিল্পী হিমেশ রেশমিয়ার সাথেও গান গাওয়ার সুযোগ পান তিনি। গান গেয়ে ভাইরাল হয়ে সুনাম এবং নেটিজেনের কড়া কথার সামনে ও পড়তে হয়েছে তাকে।

কিন্তু বেশি দিন তার সেই সুখ টেকেনি তাকে আবার ফিরে যেতে হয়েছে তার রানাঘাটের বাড়িতে। এবার পরিচালক হৃষিকেশ মন্ডল তার জিবনী নিয়ে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন।

‘কুসুমিতার গপ্পে ’ খ্যাত পরিচালক হৃষিকেশ মণ্ডল এক বছর আগে থেকেই এর পরিকল্পনা করে রেখেছেন। সিনামাটিতে রানুর ভূমিকায় অভিনয় করবেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।

পরিচালক জানান, নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। নব্বই দশকের ফ্লেভার থাকবে ছবিতে। নিশ্চিতভাবে একাধিক গানও থাকবে। সংগীত পরিচালনার দায়িত্ব নেবেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ।