রান্না না করা ও টিভি দেখার কারণে শাশুড়ির বিরুদ্ধে বউয়ের মামলা

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীতে অধিকাংশ সংসারে কখনো মিল হয়েনি বৌ-শাশুড়ির। সেই প্রাচীন থেকে আজ আধুনিক যুগেও একেই অবস্থা অনেক সংসারের। কিন্তু এবার ভারতে ঘটলো এক অন্যরমক ঘটনা বউ-শাশুড়ির ঝগড়া গড়াল পুলিশ পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক পুত্রবধূ ঠিকমতো রান্না না করা ও সারাদিন টিভি দেখার কারণে শাশুড়ির বিরুদ্ধে করেছেন মামলা।

ইন্ডিয়া টুডে জানায়, গোরক্ষপুরের বাসিন্দা ওই নারীর সঙ্গে শাশুড়ির সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো নয়। বেশ কিছুদিন ধরে তাদের ঝামেলা চরমে উঠে। শেষ পর্যন্ত পুলিশে ফোন করে শাশুড়ির নামে অভিযোগ জানান ওই পুত্রবধূ। প্রথমে পুলিশও বুঝতে পারেনি, কী কারণে অভিযোগ করেছেন ওই নারী। পরে ঘটনাস্থলে পৌঁছে আসল ঘটনা জানতে পারে পুলিশ।

পুত্রবধূর অভিযোগ, তার শাশুড়ি তাকে নষ্ট হয়ে যাওয়া খাবার তাকে খেতে দেন। আর যে কারণে বারবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এখানেই শেষ নয়, শাশুড়ি সারাদিন টিভি দেখেন। এদিকে, পুলিশের কাছে ওই নারীর শাশুড়ি আবার পালটা অভিযোগ জানান। তার অভিযোগ, বউমা সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে। তাকে রান্নার কাজে সাহায্যও করে না। এর পাশাপাশি বউমাকে মিথ্যাবাদীও আখ্যা দেন তিনি।

বউ-শাশুড়ির এই অভিযোগ-পাল্টা অভিযোগে অবাক হয় উত্তর প্রদেশের পুলিশ। দুজনকেই বোঝানোর চেষ্টা করেন তারা। পরে শাশুড়ি ও বউমা দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন।