রাবিতে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নামকরণ হবে হিমেলের নামে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনের নামকরণ নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বিভিন্ন সমস্যা ও তার থেকে উত্তরণের উপায় শীর্ষক উন্মুক্ত আলোচনা চলাকালে এই ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এছাড়া সভায় শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি জানান।

দাবিগুলো হলো- রাস্তা ঠিক না করা পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর, মেইনগেট ও কাজলা গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে, রাকসু কার্যকর করতে হবে, বোটানিক্যাল গার্ডেনের রাস্তা শিক্ষার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে, আহত শিক্ষার্থী রিমেলের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, জনসংযোগ দফতরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নূর প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাসান হিমেল নামে এক শিক্ষার্থী নিহত হন। হিমেল রাবির গ্রাফিকস ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি।