রাবিতে পোষ্য কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাদের ওপর হামলা চালান। তারা জানান, শিক্ষার্থীদের দেওয়া ব্যারিকেড ভাঙতে গিয়ে ডেপুটি রেজিস্ট্রার শুভ নামে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন। এসময় সালাউদ্দিন নামে আরও এক শিক্ষার্থীর মাথায় আঘাত করা হয়।

শিক্ষার্থীদের দাবি, হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির কয়েকজন সদস্যও জড়িত ছিলেন। অনেক আন্দোলনকারী শিক্ষার্থীর কলার চেপে ধরা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।