রাবিশ শব্দটি পাকিস্তানিদের ক্ষেত্রেই প্রযোজ্য

বিশেষ প্রতিবেদক : ‘ওরা বদমাস জাতি, যেখানে আমরাই ওদের কাছে টাকা পাওনা। সেগুলো পরিশোধ না করে উল্টো আমাদের কাছে পাওনা বলে দাবি করছে।’ বাংলাদেশের কাছে পাকিস্তানের টাকা পাওনা দাবি করার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এই ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই, সাচ এ ননসেন্স, স্টুপিড। এটি টোটালি রাবিশ। আমার এই রাবিশ শব্দটি পকিস্তানীদের ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যখনই আলোচনা হয়, তখনই আমাদের ক্ষতিপূরণ চাওয়া হয়।’

পাকিস্তানের কাছে কী পরিমাণ ক্ষতিপূরণ আমাদের পাওয়া উচিত। এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরাসরি এখন বলা যাচ্ছে না। পাকিস্তানকে আমরা আগেই বলেছি, সব দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। বাংলাদেশ এখন তাদের চেয়ে অনেক ভালো আছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করার কোনো যৌক্তিকতা নেই।’

সম্প্রতি পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন নামের একটি পত্রিকা বাংলাদেশের কাছে পাকিস্তানের ৯২১ কোটি  রুপি (৬৯২ কোটি বাংলাদেশি টাকা) পাওনা রয়েছে এবং পাকিস্তান তা ফেরত চাইতে পারে বলে একটি সংবাদ পরিবেশন করে। প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল, তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে চলতি বাজারে সম্পদের মূল্যায়ন করা হয়ে থাকে। এর সূত্র ধরেই অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়।

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা কত- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে অর্থের সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। তবে আনুমানিক সর্বন¤œ দেড় বিলিয়ন ডলার এবং সর্বোচ্চ সাড়ে পাঁচ বিলিয়ন ডলার। আমরা একটি পর্যায়ে বলেছি তোমাদের অবস্থা এখন অনেক খারাপ। একবারে তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে পাওনা পরিশোধে কিস্তির সুবিধা দেওয়া হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার মতো এখন আর কিছুই নেই। আমরা এখন ওদের থেকে অনেক এগিয়ে গেছি।’

আইএমএফের নতুন কোনো কর্মসূচিতে বাংলাদেশ যোগ দেবে কি না- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, তার কোনো সুযোগ নেই, কারণ আমাদের ব্যালান্স অব পেমেন্ট এখন অনেক বেশি।’