রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আকতার জাহানের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আকতার জাহান জুবেরি ভবনের ৩০৩ নম্বর রুমে একাই থাকতেন। গত তিনদিন ধরে তিনি ফোন রিসিভ করেননি। পরে আজ বিভাগের প্রধান প্রদীপ কুমার পাণ্ডে মতিহার থানায় যোগাযোগ করেন।
বিকেলে পুলিশ জুবেরি ভবনে পৌঁছে দরজা ভেঙে ভেতরে যান। এ সময় আকতার জাহানের দেহ বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া যায়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মহিনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।