রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে ছয় কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রামপাল উপজেলার বাবুর বাড়ির সামনে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

যারা দেশের উন্নয়ন চায় না তারাই এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতা করছে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এদিকে তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংষ্কৃতিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতা করে আন্দোলন চালিয়ে আসছে।