রামপুরায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় ইমান হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, নিহত ইমান হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় থাকতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
এসআই আরও জানান, রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকাতেই ভিক্ষাবৃত্তি করতেন ইমান হোসেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও বাসা থেকে রামপুরা ব্রিজ এলাকায় যাওয়ার পথে রামপুরার ই-ব্লকে অবস্থিত লাজ ফার্মার সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি বালুর ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।