
ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকা হতে ০২ জন ভিকটিম উদ্ধার সহ ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব।
১৫ নভেম্বর ২০২১ তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন ভিকটিম উদ্ধার করা সহ নগদ ৪৮,৪০৫/- টাকা, ০৬ টি মোবাইল, ০২ টি চেকের পাতা, ০২ টি আইডি কার্ড সহ নিন্মোক্ত ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল- মোঃ আজিজুল হক রাজু(৪১), জেলা- জয়পুরহাট, মোঃ নজরুল ইসলাম(৩৩), জেলা- সিলেট, মোঃ অমিত মোল্লা(২৪), জেলা- গোপালগঞ্জ, মোঃ শাকিল মাহমুদ(৪২), জেলা- ঢাকা, মোঃ হাসান(২১), জেলা- ঝালকাঠি, মোছাঃ শিল্পি আক্তার(৪০), জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার উপরে বর্ণিত নাম-ঠিকানা সহ পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে একই উদ্দেশ্যে সাধনকল্পে অন্যায়ভাবে গতিরোধ করতঃ অবৈধভাবে আটক পূর্বক চাঁদা দাবী ও গ্রহণ করে আসছিল বলে জানায়।
ভিকটিমদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ১০/১১/২০২১ ইং তারিখে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় দায়িত্ব পালন কালে ভিকটিম দ্বয়ের পরিচয় হয়, তারা গত ইং ০৩/১১/২০২১ তারিখ চাকুরীর খোঁজে ঢাকায় এসেছেন। পরিচয়ের খাতিরে গত ইং ১৪/১১/২০২১ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় ভিকটিম তার পরিচিত আরেক ভিকটিম জনৈক মোঃ আব্দুর রশিদ (৩০) এর মেসে তার সাথে দেখা করতে যায়। পরবর্তীতে ভিকটিমদ্বয় কক্ষে অবস্থানকালে উক্ত তারিখ অনুমান ০২.২০ ঘটিকার সময় বর্ণিত আসামীরা জোরপূর্বক উক্ত কক্ষে প্রবেশ করে জোরপূর্বক টানা হেচড়া করে তাদের দুইজন কে উক্ত কক্ষ হতে বের করে ঘটনাস্থল ডিএমপি’ ঢাকার রামপুরা থানাধীন একটি বাসার কক্ষে আটক করে রাখে এবং বর্ণিত আসামীদের মধ্যে একজন সাংবাদিক পরিচয় দিয়ে তাদের নিকট ১,০০,০০০(এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে বলে যে, তোরা নারী পাচারকারী এবং নারী পাচার করার জন্য তোরা এখানে এসেছিস। তখন ভিকটিমদ্বয় আসামীর নিকট অনেক অনুনয়- বিনয় করে বলে যে, ভাই আমরা এ ধরনের কাজের সাথে জড়িত নই।
তখন বর্ণিত আসামীরা তাদেরকে এলোপাতাড়ী চড় থাপ্পড় মারতে থাকে এবং এক ঘন্টার মধ্যে তাদের চাহিদা মতো এক লক্ষ টাকা না দিতে পারলে তারা আমাদের দুইজন কে ০৬ নং আসামী মোছাঃ শিল্পি আক্তার(৪০) কে দিয়ে নারী পাচারকারী বলে ফাঁসিয়ে দেবার হুমকি দেয়। এভাবে বর্ণিত আসামীরা ভিকটিমদ্বয়কে কে উক্ত তারিখ রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকা পর্যন্ত কক্ষে আটক রেখে মারপিট ও হুমকি ধামকি প্রদাণ করতে থাকলে তারা দুইজন ভয় পেয়ে যায় এবং প্রাণে বাঁচার তাগিদে আসামীদের কথা মতো তাদের বাড়ীর লোকজনের মাধ্যমে অনেক কষ্টে ৪৩,০০০/- টাকার ব্যবস্থা করে এবং আসামীরা পরবর্তীতে উক্ত ৪৩,০০০/- টাকা ভিকটিম দের নিকট হতে নিয়ে নেয়। এভাবে বর্নিত আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকজনকে আটক রেখে তাদের বিভিন্ন হুমকি প্রদানের মাধ্যমে তাদের নিকট হতে বিপুল পরিমানের মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরূপ সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।