রামপুরা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রামপুরা থেকে শওকত আলী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টায় রামপুরার বনশ্রী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মঙ্গলবার (১৬ মার্চ) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাগ্নে ফয়সাল জানান, শওকত মার্ন স্টিল স্ট্রাকচার নামের একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। মাস দুয়েক আগে পারিবারিকভাবেই তার বিবাহ বিচ্ছেদ হয়।

তিনি আরও বলেন, ‘আমি আর মামা একসঙ্গেই থাকি। সোমবার আমি বাসায় ফিরে এসে দেখি মামা ফ্যানের সঙ্গে ঝুলছেন।’

শওকত বনশ্রীর ব্লক-বি এর ৬ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডুবা এলাকার আব্দুল মুতালেবের ছেলে।

এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মমিনুর রহমান বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে বিবাহ বিচ্ছেদের পর হতাশাগ্রস্ত থাকতেন শওকত। গতকাল বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টার যেকোনো সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।