
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-‘মো. ইমরান হোসেন অপু ও সাইদুল ইসলাম।
সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
পুলিশ জানায়, রোববার রাতে রামপুরা বালুর মাঠ এলাকায় গোয়েন্দা পুলিশের দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুইজনকে গ্রেপ্তার করে টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মধ্যে ১ হাজার ও ৫০০ টাকার নোট রয়েছে।