হঠাৎ তাপমাত্রা বাড়ায় রাজশাহীর আশেপাশের জেলাতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত একদিনে (২৮ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে ৪১ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
হাসপাতালে গত তিনদিনে দুই ওয়ার্ডে ডায়রিয়া-আক্রান্ত ১৪০ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে।
সংশ্লিষ্টরা বলছেন, গরমের শুরুতে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ে, তবে এবছর তুলনামূলক বেশি। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হয়েছে।
চিকিৎসকরা বলছেন, চলমান তাপপ্রবাহের কারণে আমাদের শরীরে পানির চাহিদা বেড়েছে। তৃষ্ণা মেটাতে খোলা জায়গায় শরবত ও আখের রস পান করছেন অনেকেই। নোংরা পরিবেশে তৈরি করা এসব পানীয়তে ব্যবহার হচ্ছে দূষিত পানি। এসব পান করার ফলে ডায়রিয়ার প্রকোপ বেশি বলে জনানা তারা। এছাড়া শিশুদের ক্ষেত্রে গরম বেশি লাগার কারণে তাদের ডায়রিয়া হচ্ছে।
রামেক হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ও ১০ নম্বর ওয়ার্ডের ইনচার্জ নীনা খানম জানান, গত কয়েকদিনের তুলনায় ওয়ার্ডে ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা গরমে ডায়রিয়া হয়ে থাকে। তবে হঠাৎ করেই গরম বাড়ায় শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়েছে। আমাদের কাছে বেশির ভাগ রোগী আসছে কাশি, জ্বর, বমি, পাতলা পায়খানা ছাড়াও ডায়েরিয়ার লক্ষ্য নিয়ে। তাদের বেশির ভাগেরই বয়স দুই মাস থেকে সাত বছরের মধ্যে।