রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মধু সিং (৩০) নামে একজনকে চুরির অভিযোগে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মধু সিং বগুড়ার কোতোয়ালি থানার দক্ষিণ চাঁনপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার
নাম মৃত নিবারণ সিং।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, মধু সিং হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর টাকা চুরি করে পালাচ্ছিলেন। এ সময় রোগীর স্বজনরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।