
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জ করছে দেশটির হাওয়াই রাজ্য।
বুধবার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ হাওয়াইয়ের জন্য স্থগিত করার আবেদন করেছেন রাজ্যের সরকারি আইনজীবীরা। সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটি হবে প্রথম মামলা।
সোমবার ছয় মুসলিম দেশের নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাককে বাদ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সিরীয় শরণার্থীদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার বিষয়টিও বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রিনকার্ডধারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো প্রতিবন্ধতা রাখা হয়নি।
কিন্তু আবারও শুধু মুসলিম দেশকে বেছে নেওয়ায় এই আদেশকে মুসলিমবিরোধী বলে উল্লেখ করেছেন অভিবাসনবিষয়ক আইনবিদরা। এর ফলে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে মনে করেন তারা।
নতুন নির্বাহী আদেশ আগের চেয়ে কিছুটা শিথিল হলেও শরণার্থীদের ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি শরণার্থীদের জন্য দুর্বিষহ হয়ে পড়বে।
ছয় মুসলিম দেশ ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার নাগরিকদের তিন মাসের জন্য ভিসা দেওয়া হবে না। তবে ভিসা পাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আটকানো হবে না। ১৬ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় ২৭ জানুয়ারি ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে।
বিতর্কিত এই নির্বাহী আদেশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালত রহিত করে দেন। ফলে আগের অবস্থায় ফিরে যায় অভিবাসন ও ভিসা কার্যক্রম।
তথ্যসূত্র : আলজাজিরা ও গার্ডিয়ান অনলাইন।