রাশিয়ার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে ইউক্রেন

বুধবার (২৪ আগস্ট) ছিল ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস এবং এদিনই দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়। হামলা শুরুর পর থেকে সামরিক-বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে ইউক্রেন।

এছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের দিনে ইউক্রেনের একটি রেলস্টেশনে ভয়াবহ রুশ হামলার কথাও জানিয়েছেন তিনি। ওই হামলায় ২২ ইউক্রেনীয় নিহত হয়েছেন। খবর এএফপি ও আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেন্ট্রাল দিনিপ্রপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনো স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হয়েছে বলে জেলেনস্কি জানান। আগের তথ্যে তিনি বলেছিলেন, হামলায় ১৫ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চ্যাপলিনোতে আজ বেদনার দিন। হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ির পাঁচ জনসহ এদিন সেখানে ২২ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া একজন অল্প বয়সি কিশোরও মারা গেছে। রাশিয়ার নিক্ষেপ করা রকেট ১১ বছর বয়সি ওই কিশোরের বাড়ি ধ্বংস করে দিয়েছে।’