রাষ্ট্রপতির সংলাপে জাসদ–আম্বিয়ার ৫ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের ওপর গুরুত্বারোপসহ ৫ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- আম্বিয়া।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে এই প্রস্তাব দেয় দলটি।

সংলাপ শেষে বঙ্গভবনের সামনে জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, নির্বাচন কমিশনে ( ইসি) সিইসি ও কমিশনার পদে যাদেরই নিয়োগ দেওয়া হবে তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। এছাড়া তাদের সৎ, যোগ্য ও নিরপেক্ষ হতে হবে। ইসির ধারাবাহিকতা যেন ক্ষুন্ন না হয়, সে জন্য একসঙ্গে সিইসিসহ পাঁচজন কমিশনারকে নিয়োগ না দিয়ে প্রথম পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ৩ জন ও পরবর্তী সময়ে ২ জনকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে বঙ্গভবনে সংলাপে অংশ নেয় ১২ জনের একটি প্রতিনিধি দল। সংসদ সদস্য মইন উদ্দীন খান, নাজমুল হক প্রধান, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, ইন্দু নন্দন দত্ত, ইঞ্জিনিয়ার সফিউদ্দিন বেলাল, খোরশেদ আলম, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, মোহাম্মদ মোহসীন, মো. নাসিরুল হক নওয়াব প্রতিনিধি দলে ছিলেন ।