নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১০ জন ব্যক্তির নাম চূড়ান্ত করে তার তালিকা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে হস্তান্তর করেছে সার্চ কমিটি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে সোয়া ৭টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির বৈঠক হয়। সেখানে এই তালিকা হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে রাত ৯টায় সচিবালয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।’
এর আগে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। সেই বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতেই ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে তালিকা হস্তান্তরের পর নাম প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।