সচিবালয় প্রতিবেদক : বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গত ৫ বছরে মো. আবদুল হামিদ অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি এদেশের সর্বমহলে একজন প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের নিকটও তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মন্ত্রী তার মতো একজন ব্যক্তিত্বকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।


