নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপ করতে বঙ্গভবনে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রতিনিধিদল।
শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটে বঙ্গভবনে যায় জেএসডির ১০ সদস্যের প্রতিনিধিদল। এর নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি আ স ম আবদুর রব।
প্রতিনিধিদলে রয়েছেন- জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দার, অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার ও এস এম আনছার উদ্দিন।