
নিজ নিজ সংস্থার ব্যয়ে রাষ্ট্রায়ত্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দেশে বৈদেশিক মুদ্রার মজুুত সংকটের কারণেই এমন সিদ্ধান্ত।
বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদফতর বা পরিদফতর বা দফতর, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সকল পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।