 
		  হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গাজীপুরে ব্যাপক প্রচারণায় নেমেছেন দলের নেতাকর্মীরা। এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সংসদীয় ৬ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী,টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
 ৩০শে অক্টোবর,বৃহস্পতিবার
গাজীপুরের ৩৪ নং ওয়ার্ডের মালেকের বাড়ি এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের হাতে হাতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ধানের শীষে তাদের সমর্থনও ভোট প্রত্যাশা করেন নেতাকর্মীরা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি এবং গাজীপুর সংসদীয় আসনে নমিনেশন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন তৃণমূল মানুষের কাছে দলের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’-এর বার্তা পৌঁছে দেন। তিনি এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সাধারণ জনগণের কাছে তুলে ধরেন।
এসময় কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন মোঃ মনিরুল বাবুল সিপাই (সভাপতি, গাছা থানা বিএনপি), গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজিব বিন শহিদ রিগান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাছির উদ্দিন, ৫৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল নিরব, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা গাজী মোশারফ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন:
”বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের কাছে এক নতুন আশা ও ভরসার প্রতীক। এটি শুধুমাত্র কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠনের একটি বিস্তারিত রূপরেখা। এই কর্মসূচির বাস্তবায়নেই দেশের গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে বিএনপি এই রূপরেখা নিয়ে কাজ করে যাচ্ছে এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দেশের শাসনব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই লক্ষ্যেই সরকার জাবেদ আহমেদ সুমনসহ দলের নেতাকর্মীরা গাজীপুরের প্রতিটি প্রান্তে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।



 
			 
			 
			 
			