
নিজস্ব প্রতিবেদক : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ভীত হয়ে রাস্তায় ৫ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ফেলে গেলেন জনৈক এক মালিক। গাড়ির ভেতরে একটি চিরকুট পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর একটি বিলাসবহুল গাড়ি জব্দ করে।
উদ্ধারকৃত গাড়িটিতে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা, ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু, আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর একটি বিলাসবহুল গাড়ি জব্দ করে। গাড়িটি টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮, ৪৬০৮-সিসি, ২০১৩ মডেলের। গাড়িটি নম্বর প্লেট বিহীন অবস্থায় জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করার এক পর্যায়ে গুলশান-১, রোড নং-১১২ থেকে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। শুল্ক করসহ গাড়িটির আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গৃহীত হবে।
গতকাল বুধবার শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ১১টি গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা।