‘রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে। কাউকেই রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার বিকেলে গুলিস্তানে হকারদের উদ্দেশে মেয়র বলেন, ‘ফুটপাত দখল ও অবৈধ দোকানপাট গড়ে ওঠায় এই এলাকার রাস্তায় যানজট লেগেই থাকে। আমি অনুরোধ করছি, আপনারা কোর্টের আদেশ পালন করুন।’

তিনি আরো বলেন, ‘সরকার আপনাদের পুনর্বাসনের চেষ্টা করছে। আপানরা আসুন সিটি করপোরেশন ব্যবস্থা করে দেবে। কাউকে চাঁদাও দিতে হবে না। আর বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান পাতাল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ইটের আঘাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। মার্কেটের ব্যবসায়ীরা এক সময় নগরভবন ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে।

হকাররা অভিযোগ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিস্তানের পাতাল মার্কেটে প্রতি দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় মার্কেটের নেতারা বাধা দিলে একজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।