রাস্তা নষ্ট করে ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে ব্যবসা করছেন আজিজ-রুবেল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলার ২০ নং চররমণী মোহন মজু চৌধুরী হাট প্রশাসনের নাকের ডগায় বালু পরিবহন ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে জন সাধারণ অতিষ্ট হয়ে উঠেছে, অনবরত অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহন করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য দিকে কমে যাচ্ছে রাস্তার দীর্ঘস্থায়িত্ব, রাস্তা ক্ষতবিক্ষত ধুলোময় রাস্তায় পরিণত হচ্ছে, সব মিলিয়ে বালুভর্তি ড্রাম ট্রাক দিয়ে রাস্তাটিকে ভাঙ্গনের কবলে ঠেলে দিচ্ছে, বিষয়গুলোকে দেখেও না দেখার ভান করছে প্রশাসন, সরে জমিনে গিয়ে দেখা যায়, মজু চৌধুরীরহাট ফেরিঘাট থাকে পশ্চিমে কোস্ট গার্ড অফিসের সামনে দিয়ে যাওয়া প্রায় এক কিলোমিটার রাস্তাটির নাজেহাল অবস্থা খানাখন্দ হয়ে দুই পাশে ডেবে গেছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, এই রাস্তা তো ড্রাম ট্রাক চলার রাস্তা না আজিজ এবং রুবেল গায়ের জোর দেখিয়ে বালুভর্তি ড্রামট্রাক চালাচ্ছে, এবং ফেরিঘাটের পার্কিং জায়গা মনে হয় বালু মহলের দখলে, ভোলা বরিশালের গাড়ী ফেরিতে ঠিক করে উঠতে পারছে না তাদের বালুভর্তি ট্রাকের দাবড়ানিতে, এইযে তারা এতো ক্ষতি করছে ফেরিঘাটের আশপাশের রাস্তা,BIWTA কোন কর্মকর্তা এই বিষয় টা দেখে ও মনে হয় দেখে না, কারণ বুকিং হয়ে আছে তারা। এই ভাবে চলতে থাকলে এতে করে রাস্তাটা নদীর দিকে ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে এই বিষয়ে বালু মহলের আজিজ কে ফোন করলে আজিজ বলে, এই রাস্তা আমি একা ব্যবহার করি না রুবেল ও ব্যবহার করে, আপনি রুবেল এর সাথে কথা বলেন,।