রায়পুরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর এলাকায় এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।নিহত যুবকের নাম মোহাম্মদ তারেক (৩৩)।

ফটিকছড়ি থানার এসআই মোহাম্মদ আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রায়পুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।