রায়পুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ঝুলানো অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার উত্তর কেরোয়া গ্রামের ৯নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। লাশটি আব্দুল মান্নানের ছেলে ইয়াসিন হোসেনের। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের সদস্যরা জানান, স্কুল ফাঁকি দিয়ে ফেসবুক ব্যবহার করায় বাবার বকুনি খেয়ে ইয়াছিন হোসেন আত্মহত্যা করেছে।

৬ নম্বর কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আত্মহত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কৃষক বাবা তার ছেলে স্কুলে না যাওয়ায় রাগান্বিত হয়ে বকাঝকা করায় আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন বলেন, আত্মহত্যার ব্যাপারে পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।