রায়েরবাগে দুর্বত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলি থানা এলাকার রায়েরবাগে দুর্বত্তদের ছুরিকাঘাতে শিপন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু সাগর (১৮) আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শিপনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে রায়েরবাগ এলাকার মুজাহিদ খান্নাকা শরিফের ভেতরে শিপন ও সাগরকে ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।