রায়ের আগে মায়াকান্না করে আদালতকে বিব্রত, বিভ্রান্ত করতে চেষ্টা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে জবাবে আওয়ামী লীগের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রায়ের আগে মায়াকান্না করে আদালতকে বিব্রত, বিভ্রান্ত করতে চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। মামলার রায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অপরাধের বিরুদ্ধে। এই মামলার রায়কে কেন্দ্র করে অরাজকতা কিংবা নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া যখন বলেন তার সেনাবাহিনী আর পুলিশ প্রশাসন আছে, তাহলে কেন বিএনপি ভয় পায়? অভয় দিয়ে তাহলে এত কেন ভয়? আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সন্ত্রাসের মাধ্যমে দুর্নীতি ঢাকা যাবে না। আওয়ামী লীগ কোনো সন্ত্রাস ও সহিংসতা সহ্য করবে না। একটি মামলার রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ও আতঙ্কের সৃষ্টি করা হয়েছে, এটা তো আগে কখনো হয়নি, এবারই প্রথম। বিএনপি তাদের পুরোনো আগুন সন্ত্রাসে ফিরে যেতে উসকানি দিচ্ছে।’

বিএনপি চেয়ারপারসনের রায়পূর্ববর্তী সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘রায়ের আগে মায়াকান্না করে আদালতকে বিব্রত, বিভ্রান্ত করতে চেষ্টা করা হচ্ছে, এটা নজিরবিহীন। রায় নেতিবাচক হলে বিএনপি আইন মেনে নেবে না। প্রধানমন্ত্রী রায় লিখে দিয়েছেন, এ ধরনের কথা কি আদালত অবমাননার সমান নয়? তার বিরুদ্ধে যদি রায় হয় তবে তিনি শেষ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি দয়াবান মানুষ। ক্ষমা করলেও করতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দুর্ভাগ্য কী ধরনের ভবিষ্যৎ রেখে যাচ্ছি, কী ধরনের নোংরা রাজনৈতিক প্র্যাকটিস বিএনপি করছে। পৃথিবীতে আগে কখনো হয়নি। এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা হলে ফলাফল ভালো হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘শেখ হাসিনার ওপর হামলার অ্যাটেম্পট বিএনপিও করেছে। তারপরও তিনি খালেদা জিয়াকে সান্ত্বনা জানাতে গিয়েছিলেন।’ বিএনপির নেতারা সব ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলেও সমালোচনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের সিলেট সফর প্রসঙ্গ কাদের বলেন, ‘বেগম জিয়া মাজার জিয়ারতের নামে গিয়েছিলেন শোডাউন করতে। তিনি মনে করেছিলেন জনগণের ঢল নামবে। কিন্তু নামেনি। তাই তিনি হতাশ হয়ে রাতেই ফিরে এসেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে।’

রায়ের দিন নাশকতা ঠেকাতে আওয়ামী লীগও মাঠে থাকবে, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো পাল্টাপাল্টি কোনো অবস্থায় যাইনি। এটা তো দুর্নীতির বিষয়। এ নিয়ে রাজপথে কী করার আছে? খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হলে আমাদের সমস্যা কী?’

তিনি বলেন, ‘মামলার রায় তাদের পক্ষে গেলে স্বাগত, কিন্তু বিরুদ্ধে গেলে নেতিবাচক কথা। রায়ের আগের দিন সংবাদ সম্মেলন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। মামলার রায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অপরাধের বিরুদ্ধে। এই মামলার রায়কে কেন্দ্র করে অরাজকতা কিংবা নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল, আনোয়ার হোসেন, রেমন্ড আরেং।