
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার নেপথ্যে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে’ বলে বিএনপি যে অভিযোগ করেছে, এফবিআইয়ের তদন্তে সেটিই বেরিয়ে এসেছে বলে দাবি করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। বিশ্বের সর্ববৃহৎ রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশের কাছাকাছি পৌঁছেছে বলে এফবিআই জানিয়েছে।’
‘দলের পক্ষ থেকে আমরা যে অভিযোগ করেছিলাম সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে এত বড় ব্যাংক ডাকাতির ঘটনাটির তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এত বছর ধরে আটকিয়ে রেখেছেন, এফবিআই এর রিপোর্টে সেটি এখন পরিষ্কার,’ বলেন রিজভী।
বিএনপির এই নেতা দাবি করেন, ‘রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকে এমন একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশের ফাঁড়া ততদিন কাটবে না। আসলে দুর্নীতিরই ছদ্মনাম আওয়ামী লীগ।’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ জানিয়ে রিজভী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সহিংস মনোভাব দেখাচ্ছে। পক্ষান্তরে দুর্বল মানবাধিকার পরিস্থিতি চরমভাবে আতঙ্কজনক। বর্তমান সরকারের আওতায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রকাশ ঘটছে।’
তিনি বলেন, ‘মানবধিকার সংগঠনগুলোর বিবৃতিতে বাংলাদেশের মানবধিকার পরিস্থিতির যে ভযাবহতা তুলে ধরা হয়েছে বাস্তবে ভয়াবহতা আরো ব্যাপক। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়াকে যেভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে এবং জামিন স্থগিত করে রাখা হয়েছে, তা মানবধিকারের চুড়ান্ত লঙ্ঘন।’