বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা। ব্লকবাস্টার এই সিনেমার পর তার বাস্তব জীবনে ঘটে যায় বেশ কিছু ঘটনা।
মুম্বাইতে বোমা বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র মামলায় দীর্ঘ পাঁচ বছর জেল খাটতে হয়েছে তাকে । চলতি বছরই জেল থেকে বেরিয়েছেন এই অভিনেতা। জেল থেকে ফেরার পর সঞ্জয় দত্তকে নিয়ে রাজকুমার হিরানি শুরু করতে চেয়েছিলেন ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় কিস্তি। কিন্তু হিসেবের নানা গড়মিল হওয়ায় সিনেমার কাজ কিছু দূর এগিয়ে গেলেও তা শেষ পর্যন্ত থেমে যায়।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ সিনেমার পরিচালক সুভাষ আবার ‘খলনায়ক’ কে বলিউডে ফিরিয়ে আনছেন। ‘খলনায়ক রিটার্নস’ শিরোনামের সিনেমার মাধ্যমে বলিউড ইনিংস নতুন করে শুরু করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে সাংবাদিকদের নির্মাতা সুভাষ ঘাই বলেন, “দীর্ঘদিনের ইচ্ছে ‘খলনায়ক’ সিনেমার সিক্যুয়েল তৈরি করার। কিন্তু সঞ্জয় দত্তর আগের সিনেমাগুলোর কাজ শেষ করার চাপ এবং ডেট সমস্যা বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। বলিউডে ‘খলনায়ক’ আর কে হতে পারেন সঞ্জয় দত্ত ছাড়া? এদিকে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। কাজেই এবার সঞ্জয় দত্তকে নিয়ে শুরু করতে চাইছি।”
সঞ্জয় দত্ত ছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে কে কে অভিনয় করবেন? এমন প্রশ্নের উত্তরে সুভাষ বলেন, ‘আপাতত ঠিক হয়েছে, আগের সিনেমায় জ্যাকি শ্রফ অভিনীত চরিত্রটিতে বা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন জ্যাকির ছেলে টাইগার শ্রফ। আর নায়িকার ভূমিকায় তো এখন মাধুরী দীক্ষিতকে নিয়ে কাজ করা সম্ভব না। তাই এ চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। চিত্রনাট্যের কাজ শেষ হলে কে কে অভিনয় করবেন তা চূড়ান্ত করব।’
সুভাষ ঘাই ও সঞ্জয় দত্ত যৌথভাবে নির্মাণ করবেন সিনেমাটি। চলতি বছরের ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান এই নির্মাতা।