‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’

রিভিউ নয়, ‘দুর্নীতিবাজ’ বলায় মামলা

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রেকর্ড গড়েছেন বলিউড ভাইজান।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখেছেন ৪২ লাখ দর্শক।

সম্প্রতি খবর বেরোয়, অন্তর্জালে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে ‘নেতিবাচক’ রিভিউ করায় চলচ্চিত্র সমালোচক, অভিনেতা ও প্রযোজক কমল রশিদ খানের (কেআরকে) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান খান। তবে এ খবর উড়িয়ে দিয়ে সালমান খান ও সালমান খান ভেঞ্চার্স নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যাল বলছে, সিনেমার রিভিউয়ের কারণে নয়, ‘দুর্নীতিবাজ’সহ বিভিন্ন মানহানিকর বক্তব্য রাখায় এ মামলা করা হয়েছে।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, এক বিবৃতিতে ডিএসকে লিগ্যাল জানিয়েছে, সালমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখায় এ মামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কমল রশিদ খান সালমান খানকে ‘দুর্নীতিবাজ’ বলেছেন। তাঁর ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’কে ঘিরে ‘প্রতারণা’ ও ‘অর্থ পাচার’সহ নানা মানহানিকর বক্তব্য দিয়েছেন কেআরকে। এ ছাড়া সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মসকে ‘ডাকাত’ বলেছেন।