মহিনুল ইসলাম সুজন, নীলফামারীঃ বর্তমান সময়ের আলোচিত মামলা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনির শিক্ষার্থী সুরাইয়া আকতার রিশার হত্যাকারী ওবায়দুলকে ধরিয়ে দেয়ায় ডোমারের মাংস বিক্রেতা দুলাল হোসেনসহ ৩জন সৎ সাহসী ব্যক্তিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাত্র ৫০০০টাকা করে পুরস্কৃত করা হয়েছে।পুরস্কার প্রাপ্তরা হলেন-সোনারায় বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন,ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলী ও অটো ড্রাইভার ইসমাইল হোসেন।পুলিশ জানায়,তারা ৩ জনই সহযোগীতা করে কৌশলে রিশার খুনিকে ডোমার থানা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশের এই দায়সারা পুরস্কাকে এলাকার সচেতনমহল বলছেন পুরস্কারের নামে তিরস্কার।
যদিও বা পুরস্কারকে কখনোই কেউ অর্থের সাথে তুলনা করেন না,বা করাও ঠিক নয়।তবে এ ভাবে সামান্য নগদ অর্থ পুরস্কার না দিয়ে তাদের যদি কোনো ধরনের উপহার সামগ্রী দেয়া হত তবে হয়তোবা জনমনে আজ এ ধরনের বিরুপ প্রশ্নের দেখা দিতোনা।সাধারন মানুষেররা মনে করছেন যখন দেশে বিভিন্ন মামলার আসামীদের ধরে দিতে সরকার ও পুলিশের পক্ষে লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষনা দেয়া হচ্ছে ঠিক তখনি দেশের সাম্প্রতিক সময়ের এমন একটি আলোচিত হত্যা মামলার আসামীকে ধরিয়ে দেবার পুরস্কার যদি সামান্য ৫০০০টাকা হয় তবে অবশ্যই তা বেমানান।অথচ এই আসামীকে সাদা মনের সৎ সাহসী এই তিনজন ব্যক্তি সেদিনই ধরিয়ে না দিলে পুলিশের ৪৮ঘন্টার মধ্যে হত্যাকারীকে ধরবার আল্টিমেডাম ভেস্তে যেত!এবং বাংলাদেশ সহ পুরো বিশ্বেই নতুন করে ইমেজ সংকটে পরতে হত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এলাকাবাসী মনে করছেন,এ ধরনের কাজের জন্য আজকে তারা সততার পুরস্কার হিসেবে যা পেয়েছেন তাতে করে তাদেরকে সমাজের অন্যান্য মানুষেরা অনুসরন না করে উল্টো অপরাধীদের বাচিয়ে দেবার চেষ্টাই করতে পারেন।আর সরকারের পক্ষে যদি এই ব্যক্তি তিনজনকেই উপযুক্ত ভাবে পুরস্কৃত করা হয় তবে দেশের বিভিন্ন এলাকার সাধারন মানুষেরা তাদের অনুসরন করবেন,এবং প্রশাসনকে অপরাধীদের তথ্য জানাতে ও অপরাধীদের ধরিয়ে দিতে অবশ্যই উৎসাহিত হয়ে দুলালসহ এই তিনজনের মতই দুষ্টান্ত স্হাপন করবেন।
মঙ্গলবার ডোমার থানায় অনুষ্ঠিত ওপেন হাউসডে ও কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান তাদেরকে ৫০০০টাকা করে অর্থ দিয়ে পুরস্কৃত করেন!