রিয়ালের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক :
স্প্যানিশ কোপা ডেল রেতে বুধবার রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল কালচারাল লিওনেসার মাঠে খেলতে যায় রিয়াল।

এদিন বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাসহ সিনিয়র খেলোয়াড়দের। তারপরও ৭-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। পাশাপাশি শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন মার্কো আসেনসিও ও আলভারো মোরাতা। একটি করে গোল করেছেন নাচো ও মারিয়ানো দিয়াজ। অপর গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। কালচারাল লিওনেসার হয়ে একটি গোল শোধ দেন বেনজা।

বুধবার রাতে ম্যাচের ৬ মিনিটেই আত্মঘাতী গোল করে রিয়ালকে এগিয়ে দেন লিওনেসার গিয়ান্নি জুইভারলুন। ৩২ মিনিটে রিয়ালের মার্কো আসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় রিয়াল।

বিরতির পর ৪৬ মিনিটে আলভারো মোরাতা গোল পেলে ব্যবধান ৩-০ হয়। ৫৩ মিনিটে আসেনসিও তার জোড়া গোল পূর্ণ করলে রিয়াল এগিয়ে যায় ৪-০ গোলে। দুই মিনিট পরেই মোরাতাও তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়ালের লিড বেড়ে দাঁড়ায় ৫-০।

৬৮ মিনিটে নাচোর গোলে রিয়াল এগিয়ে যায় ৬-০ গোলে। ৮৪ মিনিটে লিওনেসার বেনজা একটি গোল শোধ দেন ৬-১। তবে ম্যাচের যোগ করা সময়ে মারিয়ানো দিয়াজ গোল করে রিয়ালের ৭-১ গোলের জয় নিশ্চিত করেন।

৩০ নভেম্বর রাউন্ড অব ৩২ এর দ্বিতীয় লেগে লিওনেসার মুখোমুখি হবে রিয়াল।