রুমীর মৃত্যু স্বাভাবিক ভাবে নিচ্ছে না এনসিপি: সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুকে স্বাভাবিক মনে করছে না দলটি। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গের সামনে এমন ইঙ্গিত দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সামান্তা বলেন, ‘রুমী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তাঁর এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিচ্ছে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রে যোদ্ধাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং প্রশাসনের কোনো নির্দিষ্ট রূপরেখা নেই।’

এনসিপির এই কেন্দ্রীয় নেতা আরও অভিযোগ করেন, ‘রুমীকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছে এবং তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। শুধু রুমী নন, এনসিপি ও শহীদ পরিবারের ওপরও হুমকি আসছে। দিল্লি, রাওয়ালপিন্ডি ও আমেরিকার স্বার্থ রক্ষা করা হচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। রুমীকে আওয়ামী লীগের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয়েছিল।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বিকেল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রুমী নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিরপুর গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘আমরা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে মরদেহ হস্তান্তর করেছি। এরপর পরিবার মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দিয়েছে।’