
তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে অনুমতি’ ছাড়াই এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেছে। মোট ১২ মিনিট ধরে সেখানে অবস্থান করেছে রুশ যুদ্ধবিমান’। সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ এনে এটিকে ‘নির্লজ্জ অনুপ্রবেশ’ বলে মন্তব্য করেছে। একই সঙ্গে ন্যাটোর পরামর্শও চেয়েছে। শুক্রবার রাশিয়ান যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘনের পর এস্তোনিয়া ন্যাটোভুক্ত অন্যান্য সদস্য দেশের কাছে এ ব্যাপারে তাদের পরামর্শ চেয়ে অনুরোধ পাঠিয়েছে। খবর-বিবিসি
যুক্তরাষ্ট্রে এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টজান প্রিক বলেছেন, এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ ‘গুরুতর’। ‘বেশ কিছুদিন ধরে ন্যাটোকে পরীক্ষা করার চেষ্টা করছে রাশিয়া’। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাশিয়া ন্যাটো দেশগুলোকে তাদের যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার পরিবর্তে সম্মিলিত প্রতিরক্ষার ওপর মনোনিবেশ করার জন্য একটি সংকেত পাঠাতে চায়।’
ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করার লক্ষ্যে বিমান মোতায়েন করেছে। যদিও পরে রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
তবে ন্যাটোর একজন মুখপাত্র বলেছে, তাদের সামরিক জোট তাৎক্ষণিকভাবে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়েছে। এটিকে রাশিয়ার ‘বেপরোয়া’ আচরণ হিসেবে অভিহিত করে করে ঘটনাটিকে ন্যাটোর প্রতিক্রিয়া জানানোর ক্ষমতার আরেকটি উদাহরণ বলেও মন্তব্য করেছে ন্যাটোর এই মুখপাত্র।
এর আগে ন্যাটো সদস্য পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ান ড্রোন- গত সপ্তাহে দেশ দুটির এ অভিযোগের পর ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ন্যাটো তার প্রতিরক্ষা জোরদার করার জন্য যুদ্ধবিমানসহ সামরিক উপকরণ পূর্ব দিকে সরানোর কথা জানায়। শনিবার ভোরে পোলান্ডের আকাশসীমা রক্ষার জন্য মিত্রবাহিনীর বিমান মোতায়েন করা হয়েছিল। কারণ রাশিয়া পশ্চিম ইউক্রেনকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছিল।
এদিকে রাশিয়ান মিগ-৩১ নামে একটি যুদ্ধবিমানের এস্তোনিয়ান আকাশসীমা ছেড়ে যাওয়ার পর বাল্টিক সাগরের ওপর বিমানটির একটি ছবি দেখা গেছে যা শুক্রবার প্রকাশ করে সুইডেনের সশস্ত্র বাহিনী। আজ শনিবার ছবিটি প্রকাশ করেছে রয়টার্স। তবে রয়টার্স জানিয়েছে, তারা ছবিটির অবস্থান বা সেটি তোলার তারিখ স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার
এস্তোনিয়ার অভিযোগের জবাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ভোরে একটি বিবৃতি দিয়েছে। এতে দাবি করা হয়, রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। সেগুলো বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে গেছে। বাল্টিক সাগর উপকূলবর্তী কালিনিনগ্রাদ রুশ ভূখণ্ড।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে বলেছে, তাদের যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনে চলেছে। স্বাধীন তদন্তের মধ্যমে তারা নিশ্চিত হয়েছে, তাদের বিমান অন্য কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি। রুশ যুদ্ধবিমানগুলো উড়ে যাওয়ার সময় নির্ধারিত আকাশপথে ছিল। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।