
বন্ধু রিয়া খুরানার বিয়ে। নানান সাজে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল আলিয়া ভাট। এর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে পোড়া মাটির রঙের লেহেঙ্গা পরে তার একটি ছবি।
প্রজাপতি কাটিং নুডলস স্ট্র্যাপ ব্লাউজ, মুক্তোর ব্যবহারে যেটি আরও অনবদ্য হয়ে উঠেছে। লেহেঙ্গায় আবার এমব্রয়ডারি করা। সঙ্গে ওড়নায় কাজ। পোড়া মাটির রঙে আলিয়া তখন স্বপ্নের পরী।
আর সেই পোশাকের দাম ১ লক্ষ টাকা। আলিয়ার নিজস্ব একটি ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে। খুব হালকা মেক আপ আর সাধারণ পোশাকেই সুন্দরী হয়ে ওঠেন তিনি। তিন হাজার টাকার পোশাক যেমন সুন্দর করে ক্যারি করতে পারেন। তেমনই এক লক্ষের লেহেঙ্গাতেও ব্যক্তিত্বময়ী হয়ে ওঠেন আলিয়া।