রূপগঞ্জকে মাদক সন্ত্রাস নির্মূল করতে অফিসার ইনচার্জকে স্মারকলিপি প্রদান ডন সেলিমের

নারায়ণগঞ্জ থেকে : মোঃ ফারুক দেওয়ানঃ ১০ নভেম্বর ২০২৪ বেলা ১২:৩০ মিনিটে রূপগঞ্জ থানার। অফিসার ইনচার্জ লিয়াকত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান সহ কৌশল বিনিময় করেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান। সেলিম প্রধান বলেন। রূপগঞ্জবাসী সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী অবৈধ দখলদার ও ভূমিদস্যু বালু খেকো হাবিব। এবং তার বাহিনী কর্তৃক অবৈধ ভাবে ব্যবসায়ী ভূমি দখলের গণ আহ্বান জানান। এবং আমার অবর্তমানে দখলবাজ মজিবর অবৈধভাবে নকল চুক্তিপত্র করে। সেই অবৈধ চুক্তিতে জমির পরিমাণ কম দেখানো হয়েছে।চুক্তি পত্রের স্বাক্ষর আমি করিনি অর্থাৎ স্বাক্ষর ও নকল। দখলবাজ মজিবর কর্তৃক ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করেছে।মজিবর কর্তৃক ভাড়া নির্ধারণ করার পরও সেখান থেকে কম ভাড়া প্রদান করেছে। দুটি চুক্তির মাধ্যমে আমার জমি দখল করেছে। এর মধ্যে একটি চুক্তির মেয়াদ ১বছর ও অন্যটি ১০ বছর।

চুক্তিপত্রের উল্লেখ্য যে ৩ মাসের ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে চুক্তি বাতিল বলিয়া গণ্য হবে বা বিনা নোটিশে উচ্ছেদ করা যাবে উল্লেখ্য আছে। এখন পর্যন্ত ৯ মাসের ভাড়া বকেয়া আছে। শুধুমাত্র ভাড়া বাবদ ৩ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। এবং সকল স্থাপনা ভাড়াটিয়া নিজ উদ্যোগে ও নিজ খরচে করবে বলে চুক্তি পত্রে উল্লেখ রয়েছে। তারপর আড়তের দোকানদারদের থেকে বালু ভরাট ও স্থাপনার জন্য টাকা গ্রহণ করা হয়েছে। যেহেতু অবৈধ চুক্তি পত্র জাল স্বাক্ষর এবং ৯ মাসের ৩ কোটি টাকার বেশি ভাড়া বাকি আছে সেহেতু আমার কি করা উচিত। প্রিয় রুপগঞ্জবাসী আপনারাই বিচার করুন বলেন চেয়ারম্যান জাপান বাংলাদেশ গ্রুপ সেলিম প্রধান।