রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নাগরিক তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় ১৯ সদস্যবিশিষ্ট নাগরিক তদন্ত কমিটি গঠন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার (১৭ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অগ্নি দুর্ঘটনা কবলিত কারখানাটি পরিদর্শন করেন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও সদস্য আনু মোহাম্মদসহ তদন্ত দল। এ সময় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে তদন্ত কমিটির নেতারা সংবাদ সম্মেলনে জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে কমিটি।

তদন্ত কমিটির আহ্বায়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ভবনটির চারতলা পর্যন্ত পরিদর্শন করে তারা নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পেয়েছেন। কারখানাটি সশরীরে পরিদর্শন করে যত ধরনের তথ্য-উপাত্ত প্রয়োজন ছিল তা সংগ্রহ করেছেন।

কারখানা পরিচালনার সময় যে সরকারি দপ্তরগুলোর ভূমিকা থাকার কথা ছিল বা থাকে তাদের কাছ থেকেও ডকুমেন্ট ও নথিপত্র নেওয়া হবে। তাদের কার কি ভূমিকা ছিল তদন্ত কমিটি সেগুলো পর্যবেক্ষণ করবে। পাশাপাশি কারখানার কর্তৃপক্ষের কাছ থেকেও আনুষঙ্গিক যেসব তথ্য প্রয়োজন সেগুলো সংগ্রহ করা হবে।

নাগরিক তদন্ত কমিটির পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ডা. মো. হারুন-রশিদ, প্রকৌশলী মোশাররফ হোসেন, অধ্যাপক তানজীম উদ্দিন খান, গবেষক ও সাংবাদিক প্রিসিলা রাজ ও মাহা মির্জা, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের ট্রাস্টি গোলাম মুর্শেদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান-তাসলিমা আখতার লিমা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, এবং গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন প্রমুখ।