
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রাণী ও মীনা নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) রাত ৯টার দিকে ওই নারী শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ ঘটনায় আহত আরও ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, আহত ১২ শ্রমিককে উদ্ধার করা হলেও ভবনের মধ্যে এখনো অনেকে আটকে আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা।