রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চারজন আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

তবে আটককৃতরা অস্ত্রের মূল চালানের সঙ্গে সম্পৃক্ত নয়। ঘটনাস্থল থেকে অস্ত্র বহন করে বাড়িতে নিয়ে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হবে। উদ্ধারকৃত অস্ত্রের চালানের সঙ্গে জড়িত মূল অপরাধীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য জানান ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। আটককৃতরা হলো- শরীফ, শাহীন, শান্ত ও রাসেল।

তদন্ত কমিটির প্রধান ডিআইজি শফিকুল ইসলাম আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে হদয় নামের এক যুবক ওই লেকে মাছ ধরতে গিয়ে পায়ে ব্যাগের অস্তিত্ব পেয়ে সেখানে বেশ কয়েকটি এসএমজির সন্ধান পায়। এ খবর সে শরীফকে জানায়। পরে শরীফসহ চারজন মিলে অস্ত্রগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিজেদের হেফাজতে রেখে দেয়। পরে পুলিশ তাদের কাছ থেকে তিনটি ও লেক থেকে আরো ৫৯টি এসএমজিসহ অন্যান্য গোলাবারুদ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, এখনো আরো ৫/৬টি অস্ত্র তাদের মাধ্যমে বাইরে কোথাও রয়ে গেছে। ঘটনাটি তারা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত না করে নিজেদের কাছে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হবে। তবে ঘটনার পর হৃদয় দেশের বাইরে পালিয়ে যায়।

তিনি জানান, অস্ত্রগুলো জঙ্গিদের ব্যবহৃত অস্ত্রের সঙ্গে কোনো মিল নেই। এগুলো কোন দেশের তৈরী বা কোথা থেকে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। বাংলাদেশ বা চীনের তৈরী অস্ত্রের সঙ্গে মিল পাওয়া যায়নি। তবে চট্টগ্রামে উদ্ধারকৃত ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে এর সামঞ্জস্য থাকতে পারে বলে তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান, তৌফিকুর মাহাবুব চৌধুরী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সুপার মঈনুল হক।

তদন্ত কমিটির প্রধান ডিআইজ শফিকুল ইসলাম জানান, ঘটনার ১০ কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ সুপার মঈনুল হক জানিয়েছেন, আটককৃত চারজনের স্বীকারোক্তি মোতাবেক রুপগঞ্জের বোলাবো ইউনিয়নের বাসুন্দা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পাঁচটি এসএমজি উদ্ধার করেছে পুলশি।