রূপগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ-রূপগঞ্জ জোনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের নেভানোর চেষ্টা শুরু করে।

তিনি আরও জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত পৌঁনে আটটা পর্যন্ত কারো কোনো মৃত্যুর খবর জানা যায়নি বলে তিনি জানান। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত সময় নিউজকে বলেন, আমি, এসিল্যান্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ইতোমধ্যে ওই কারখানার তৃতীয় ও চতুর্থতলায় আটকা পড়া ১২ শ্রমিককে উদ্ধার করেছে।