রূপগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় ও হত্যার কারণ জানার চেষ্টা চলছে।